Banking (Order-Payment-Delivery) Service
https://osorganization.com/wp/banking/
অনেকেই অনলাইনে কোন কিছু কেনা-বা সার্ভিস নেয়ার সময় পেমেন্ট করা এবং সার্ভিস পাওয়ার নিশ্চয়তা নিয়ে ভয়ে থাকেন। তাঁদের জন্য আমাদের এই সার্ভিস।
যে কোন বিষয়ে কোন ক্রেতা কোন ব্যক্তি-প্রতিষ্ঠানকে পেমেন্ট করা প্রয়োজন হলে, আমাদের নির্দিষ্ট একাউন্টে পেমেন্ট করবেন এবং ট্রানজেকশন আইডিটি আমাদের কনফার্ম করবেন। একই সঙ্গে যে কোম্পানী বা ব্যক্তির কাছ থেকে পন্য নিবেন তাদেরকে জানাবেন যে আপনি পেমেন্ট করেছেন। আমাদের সঙ্গে ক্রেতা-বিক্রেতা কোম্পানীর যোগাযোগ সাপেক্ষে পেমেন্ট রিসিভ সংক্রান্ত নোটিশ 2 পক্ষ্যের কাছে চলে যাবে। তখন বিক্রেতা কোম্পানী বা ব্যক্তি পন্য ডেলিভারী করবে। পন্য ডেলিভারীর পর ক্রেতা সঠিক ভাবে পন্য বুঝে পেয়ে থাকলে আমাদের জানাবেন। ক্রেতা নিশ্চিত করার পর আমরা বিক্রেতা কোম্পানীকে পেমেন্ট করব। সহজ কথায় আমরা একটি পেমেন্ট হাব হিসেবে কাজ করতেছি। এক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতা কোম্পানীকে আমাদের সঙ্গে রেজিষ্ট্রেশন সিস্টেমে আসতে হবে। প্রতি 0-1 লাখ টাকা পর্যন্ত লেনদেনে আপনার রেজিষ্টার্ড আইডি থেকে ক্রেতা 100 টাকা এবং বিক্রেতা 100 টাকা চার্জ কর্তন করা হবে। আবার প্রতি 1-50 লাখ টাকা পর্যন্ত লেনদেনে আপনার রেজিষ্টার্ড আইডি থেকে ক্রেতা 250 টাকা এবং বিক্রেতা 250 টাকা চার্জ কর্তন করা হবে। নিরাপত্তার স্বার্থে বিক্রেতাকে ১ দিন পর পেমেন্ট করা হবে।
Contact us to get more Details-
_Thanks By_
OS ORGANIZATION
Mobile:+8801915787102 (WA)
Email:osorganization.com@gmail.com
Website:http://www.osorganization.com
[you can knock us any time, any moment (24/7)]